ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ইয়েমেনে আবারও মার্কিন হামলা

আপলোড সময় : ১৭-০১-২০২৪ ১২:১৮:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০১-২০২৪ ১২:১৮:৫৯ অপরাহ্ন
ইয়েমেনে আবারও মার্কিন হামলা সংগৃহীত
ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই হামলা চালানো হয়। এ নিয়ে গত এক সপ্তাহে দেশটিতে তিনবার হামলা চালালো মার্কিন বাহিনী। এর মধ্যে প্রথম হামলা হয় গত বৃহস্পতিবার দিবাগত রাতে। ওই হামলায় মার্কিন বাহিনীর সঙ্গে যুক্তরাজ্য অংশ নেয়। পরবর্তী হামলায় শুক্রবার ও মঙ্গলবার। এসব হামলায় অংশ নেয়নি লন্ডন।

জানা গেছে, সর্বশেষ হামলায় স্থানীয় মঙ্গলবার ভোর সোয়া চারটায়। এই হামলায় মার্কিন বাহিনী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা চারটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আঘাত করে সেগুলো ধ্বংস করে দেয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডা বা ইউএস সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছে, হুথি লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে তৃতীয় মার্কিন সামরিক হামলা চালানো হয়, কারণ চারটি ক্ষেপণাস্ত্র বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার জন্য প্রস্তুত করা হয়েছিল। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, এবিসি নিউজ, ইউএসএ টুডে, হারেৎজ, গ্লোবাল নিউজ

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ