পদ্মায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যোগ দিলো ‘রুস্তম’
আপলোড সময় :
১৮-০১-২০২৪ ১২:৩৬:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০১-২০২৪ ১২:৩৬:২৭ অপরাহ্ন
সংগৃহীত
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরি রজনীগন্ধা-৭ ডুবির প্রায় ২৭ ঘণ্টা পর উদ্ধার কাজে যোগ দিয়েছে জাহাজ ‘রুস্তম’। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উদ্ধারকারী ওই জাহাজটি মুন্সীগঞ্জের মাওয়া ঘাট থেকে রওনা হয়ে বেলা সোয়া ১১টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ঘাটে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’। এরপরই উদ্ধার অভিযান শুরু করে।
সন্ধ্যায় উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ নারায়ণগঞ্জ থেকে এসে ঘটনাস্থলে উদ্ধার কাজে যোগ দেবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ‘রুস্তম’ পাটুরিয়া ঘাটে পৌঁছায়। এরপর শুরু করে উদ্ধারকাজ।
এর আগে বুধবার (১৭ জানুয়ারি) রজনীগন্ধা-৭ ডুবে যাওয়ার পরই দৌলতদিয়া ঘাট থেকে রওনা হয়ে বেলা সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। রাত ১০টা পর্যন্ত জাহাজটি উদ্ধার কাজ চালিয়েছে। এরপর কুয়াশা আর শীতের কারণে উদ্ধারের কাজ গতকাল রাত ১০টার দিকে স্থগিত করা হয়। উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে রাত ৮টা পর্যন্ত দুটি ট্রাক উদ্ধার করা হয়।
ঘন কুয়াশার কারণে গত মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা বাল্কহেডের ধাক্কায় তলা ফেটে পদ্মা নদীতে ডুবে যায়। এসময় ফেরিতে ৯টি যানবাহন ছিল বলে জানা গেছে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স