চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
আপলোড সময় :
২০-০১-২০২৪ ১১:০১:০০ পূর্বাহ্ন
আপডেট সময় :
২০-০১-২০২৪ ১১:৪৮:০৬ পূর্বাহ্ন
সংগৃহীত
রাজধানীর চকবাজারের সোলায়মান টাওয়ারে লাগা আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। আজ শনিবার ছয়তলা ভবনটির নিচতলায় দুটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
শনিবার (২০ জানুয়ারি) সকালে চকবাজারের সোলায়মান টাওয়ারে আগুন লাগার এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের গণমাধ্যম সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি বলেন, ‘সকাল আটটা ৫৯ মিনিটে চকবাজারের সোলায়মান টাওয়ার নিচতলায় দুইটি দোকানে আগুন লাগার খবর আসে। এ খবর পাওয়ার পর আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর আসেনি।’
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স