ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

চীনে স্কুল ছাত্রাবাসে আগুন, নিহত ১৩

আপলোড সময় : ২০-০১-২০২৪ ১১:০২:১৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-০১-২০২৪ ১১:৪৯:১৪ পূর্বাহ্ন
চীনে স্কুল ছাত্রাবাসে আগুন, নিহত ১৩ সংগৃহীত
চীনের কেন্দ্রীয় হেনান প্রদেশের এক স্কুল ছাত্রাবাসে ভয়াবস অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিনহুয়া বলছে, গতকাল শুক্রবার রাত ১১টায় হেনানের ইয়ানশানপু গ্রামের ইংচাই স্কুলে যে আগুন লাগে তা স্থানীয় আগুন নির্বাপক বিভাগে জানানো হয়। সংবাদমাধ্যমটি ১৩ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। সেইসঙ্গে একজন আহত হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে আসে এবং রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। 

তবে ঠিক কী কারণে অগিকাণ্ড হলো তা নিয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। এনিয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে একজনকে আটকও করা হয়েছে বলে সিনহুয়া জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ