ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গাজীপুরে বেড়াতে এসে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মোঃ রোকনুজ্জামান খান
আপলোড সময় : ২০-০১-২০২৪ ০৭:১৭:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০১-২০২৪ ০৭:১৭:০৭ অপরাহ্ন
গাজীপুরে বেড়াতে এসে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ছবিঃভয়েস প্রতিদিন
গাজীপুর সদর উপজেলায় মা বাবার কাছে বেড়াতে এসে পরিবারের উপর অভিমান করে ইমন (১৫) নামের এক এস এসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (২০শে জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত ইমন ময়মনসিংহ জেলার গরিপুর থানার সর্ব পশ্চিম পাড়া গ্রামের মালেকের ছেলে। সে নিজ এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়া কত ছিলো। ইমনের বাবা গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বাজার এলাকায় ভাতের হোটেলের ব্যবসা করে হান্নানের বাড়িতে ভাড়া থাকতেন।
 
নিহতের বাবা মালেক বলেন, আমার ছেলে গ্রামের বাড়ি থেকে লেখাপড়া করত। সে সময় একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক হয়। দু’জনের বয়স কম থাকায় বিয়ে দেওয়া সম্ভব হয়নি। তাই নির্বাচনের দু’দিন পরে দেশের বাড়ি থেকে এখানে নিয়ে আসি। যাতে তার মন মানসিকতার পরিবর্তন হতে পারে।
 
আজ দুপুরে হোটেল থেকে রাগ করে বাসায় চলে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। এসময় ইমনের নানি দেখতে পেয়ে তার বাবার কাছে গিয়ে ঘটনা বলেন। পরে ইমনের নানী ও তার বাব এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে উকিদিয়ে দেখে ইমন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
 
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, আত্মহত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ