রাজধানীর তোপখানা রোডে বহুতল ভবনে আগুন
আপলোড সময় :
২১-০১-২০২৪ ১০:৪৬:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় :
২১-০১-২০২৪ ১০:৪৬:৩২ পূর্বাহ্ন
সংগৃহীত
রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৬ তলা বাণিজ্যিক ভবনের ১৫ তলায় লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় নির্বাপণ হয়। রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, রোববার সকাল ৭টা ৩৩ মিনিটে মেহেরবা প্লাজার ১৫ তলায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ করে ৮টা ২৫ মিনিটে আগুন নির্বাপণ করে।
আরও জানানো হয়, ফায়ার সার্ভিস ধোঁয়ায় আটকে পড়া দুজন পুরুষ ও ১ জন মহিলাকে নিরাপদে উদ্ধার করে। এ ঘটনায় কেউ হতাহত নেই। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স