বিনোদন ডেস্ক:
আবারো রেকর্ডিং ও স্টেজে ব্যস্ত সময় পার করছেন একসময়ের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী শান্ত,নতুন বছরে আসছে তার কন্ঠে প্রায় অর্ধশত মৌলিক গান।
গানগুলো লিখেছেন ও সুর করেছেন হালের জনপ্রিয় গীতিকার ও সুরকারগন। ইতিমধ্যে বছরের শুরুতেই প্রকাশ পেয়েছে তার কন্ঠে বেশ কয়েকটি মৌলিক গান এবং গানগুলো শ্রোতামহলে পেয়েছে বেশ জনপ্রিয়তা।
মিউজিক ভিডিও আকারে গানগুলো শিঘ্রই আসছে। ক্রমান্নয়ে বাকী গানগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এমনটাই জানিয়েছেন এই কন্ঠশিল্পী।
জানতে চাইলে শান্ত আরো বলেন, দীর্ঘ বিরতির পর ইনশাল্লাহ আবারও শুরু করেছি বেশ কয়েকটি গানের কাজ, ইতিমধ্যে বেশ কয়েকটি অডিও কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছি প্রায় দুই ডজন মৌলিক গানে। এছাড়া নিজের চ্যানেলেও নিয়মিত মৌলিক গান প্রকাশ করছি।
তিনি আরো বলেন, দর্শক আবারো সেই পুরাতন শান্তকে খুঁজে পাবে বিভিন্ন ধাঁচের গানের মাধ্যমে, এছাড়া বর্তমানে স্টেজশোতে ও ব্যস্ত সময় পার করছি। সবার ভালবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। কারণ আমি বিশ্বাস করি তাদের ভালোবাসা ছাড়া একজন শিল্পী কখনোই সফল হতে পারে না।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain