জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারি মাজেদুল ইসলাম ( ভুমি)। ঢাকা সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলার দায়িত্বে থেকে ঘুষ, দুর্নীতি অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানাযায়।
তার রয়েছে একটি শক্তিশালী সন্ত্রাসী দালালচক্র। তাদের ভয়ে মুখ খুলতে কেউ সাহস পাচ্ছে না এরই মধ্যে সৎ সাহসী সাংবাদিক সাইমন রাজু দৈনিক আলোকিত বাংলাদেশ বিগত ২০-১১-২৩ ইংরেজি তারিখে দুর্নীতি দমন কমিশনে হিসাব সহকারী মাজেদুলের ঘুষ দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে সংবাদ পরিবেশন করার জন্য দৈনিক গণ তদন্ত পত্রিকা অফিসে দিলে সম্পাদক সাহেব সাংবাদিক মোঃ হাসমত মিয়া কে অনুসন্ধানের মাধ্যমে সত্যতা উদঘাটনের জন্য দায়িত্ব প্রদান করে এরই ধারাবাহিকতায় বিভিন্ন পত্রিকার সাংবাদিক সহ হাসমত মিয়া সন্ধানের স্বার্থে মাজেদুল ইসলামের কাছে তাহার অফিস কক্ষে দেখা করে বিস্তারিত জানতে চাইলে মাজেদুল ইসলাম হাসমত মিয়াকে জানায়, আপনারা ভুয়া পত্রিকার ভুয়া সাংবাদিক, আমার কাছে আসছেন কেনো।
আমি অনুসন্ধানে কোনো প্রকার সহাতা করতে বাধ্য নয়। এসব বিষয় নিয়ে এক পর্যায়ে সাংবাদিকদের নিয়ে অশালীন মন্তব্য করায় সাংবাদিক হাসমত মিয়া বিগত ১৪ - ০১- ২০২৪ ইংরেজি তারিখে মাজেদুল ইসলাম বরাবর একটি লিগাল নোটিশ পাঠায়।
নোটিশ পেয়ে মাজেদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার লালিত পালিত অজ্ঞাত নামা ৪/ ৫ জন গুন্ডাবাহিনী দিয়ে হাসমত মিয়া সহ সাংবাদিক মাজেদুল ইসলাম দৈনিক আলোকিত প্রতিদিন এদের পথ রোধ করে মাজেদুলের লিগ্যাল নোটিশ সহ অভিযোগ তুলে নেওয়ার জন্য সাংবাদিক হাসমত মিয়াকে বিভিন্নভাবে গালিগালাজ সহ প্রাণ নাসের হুমকি দিলে ঐ দিনই ২১/০১/২০২৪ ইংরেজি তারিখ সাংবাদিক হাসমত মিয়া মিরপুর মডেল থানায় উপস্থিত হয়ে একটি সাধারন ডায়েরি দায়ের করে যার নং ১৭৬৬।
হিসাব সহকারী মাজেদুল ইসলাম সাধারণ ডায়েরির সংবাদ পেয়ে আর ও বেপরোয়া হয়ে যায়। এরই ধারাবাহিকতায় সাংবাদিক হাসমত মিয়া ২৪/০১/২০২৪ ইংরেজি তারিখ জাতীয় গৃহায়ন কতৃপক্ষ প্রধান কার্যালয় গেলে হিসাব সহকারী মাজেদুল ইসলাম ক্যান্টিনের পাশে হাসমত মিয়াকে ডেকে নিয়ে বিভিন্ন ধরনের ভয় ভীতি এবং মার ধর সহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি প্রদান করে।
বিষয় টি সাংবাদিক হাসমত মিয়া তাৎক্ষণিক সম্পাদক সাহেবকে অবহিত করে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী মাজেদুল ইসলামের ঘুষ দুর্নীতি অনিয়মের রামরাজত্ব কায়েম করে আসছে। তার বিষয়ে কেউ কোন মুখ খুললে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী কর্মকর্তা জানায়।
বতমানে সাংবাদিক হাসমত মিয়া তার জান মাল ও পরিবারবর্গ নিয়ে হুমকির মুখে রয়েছে বলে জানায় সাংবাদিক হাসমত মিয়া । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে হাসমত মিয়া
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain