গাজীপুরের শ্রীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন রমনা রেজিমেন্ট (বি.এন.সিসি) এর মহা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ।
বুধবার সকাল ১১টায় গোসিংগা উচ্চ বিদ্যালয় এবং লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় ৪০০ শত হতদরিদ্র, প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান (এনডিসি, পি এস সি, মহাপরিচালক বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর)। উপস্থিত ছিলেন লে:কর্ণেল এম ডি নাহিদুজ্জামান (কমান্ডর রমনা রেজিমেন্ট) ঢাকা। এছাড়াও উপস্থিত ছিলেন গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহীন মোড়ল সহ গোসিংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান বলেন, বিএনসিসির পক্ষ থেকে এই বছর প্রথম কম্বল বিতরণ শুরু করা হয়েছে আমার নীজ গ্রাম লতিফপুর থেকে। পর্যায়ক্রমে সারাদেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও বলেন, আমি আপনাদের সন্তান, এই গ্রামেরই ছেলে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এভাবেই আমি মানুষের পাশে থেকে কাজ করতে পারি, দেশকে ভালোবাসতে পারি।
এদিকে নিজ গ্রামের সন্তানকে চোখের সামনে দেখতে পেয়ে উচ্ছসিত এলাকার মানুষ। বাংলাদেশ সেনাবাহিনীর এই চৌকস ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান কোমলমতি শিক্ষার্থীদের মাঝে একজন আইডল। মহাপরিচালক হয়ে নিজ গ্রামের মানুষের পাশে থেকে কাজ করে যাবেন এমনটাই আশা সাধারণ মানুষের।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain