ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

শিক্ষার্থীদের প্রযুক্তিতে আরও দক্ষ হয়ে উঠতে হবে...প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি

সুমন গাজী
আপলোড সময় : ২৬-০১-২০২৪ ১২:০৭:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-০১-২০২৪ ১২:০৭:০৫ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের প্রযুক্তিতে আরও দক্ষ হয়ে উঠতে হবে...প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি ছবিঃভয়েস প্রতিদিন
গাজীপুরের শ্রীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে একদিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) সকালে জাতীয় বিজ্ঞান ও জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শ্রীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসী প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী গাজীপুর ৩ আসনের নবনির্বাচিত সাংসদ অধ্যাপক রুমানা আলী টুসি এমপি। তিনি তার বক্তব্যে বলেন, একটি রাষ্ট্র উন্নয়নে বর্তমানে প্রযুক্তি বড় হাতিয়ার হিসেবে কাজ করছে। আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিতে আরও দক্ষ হয়ে উঠতে হবে। আজকে আমাদের সন্তানদের নানা আবিষ্কার প্রযুক্তি বিকাশের অন্যতম মাধ্যম হয়ে থাকবে। তাদের আবিষ্কার আগামীর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার নিদর্শন হিসেবে থাকবে।
 
 
এসময় উপজেলা প্রাঙ্গনে ২৭টি স্টলে ২০ টি স্কুল ও ৭টি কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় তাদের বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। এসময় ছাত্রছাত্রীরা তাদের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরে। সারাদিনব্যাপী প্রদর্শনীর পর বিকেলে সেরা উদ্ভাবনীর পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
 
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, পৌর মেয়র আনিসুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মামুন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান প্রমুখ।অনুষ্ঠান উপস্থাপনা করেন উপসহকারী কৃষি অফিসার মো:হুমায়ুন কবির।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ