ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

রাজধানীতে ট্রাকের ধাক্কায় দুই বাইক আরোহী নিহত

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৬-০১-২০২৪ ০২:১৩:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০১-২০২৪ ০২:১৩:৪১ অপরাহ্ন
রাজধানীতে ট্রাকের ধাক্কায় দুই বাইক আরোহী নিহত
রাজধানীর খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় বাইকে থাকা দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।থানার ৩০০ ফিট মস্তুল এলাকায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজনের মধ্যে ৩৫ বছর বয়সী সজীব হোসেনের বাড়ি বংশালের নবাব কাটারা এলাকায়। নিহত আরেক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
 
আহত দ্বীন মোহাম্মদ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 
খিলক্ষেত থানার এসআই শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে বাইকে তিনজন পূর্বাচল থেকে ঢাকায় আসছিলেন। পথে খিলক্ষেত ৩০০ ফিট মাস্তুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যুবক মারা যান। আহত দুজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যান।
খিলক্ষেত থানার এসআই শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে বাইকে তিনজন পূর্বাচল থেকে ঢাকায় আসছিলেন। পথে খিলক্ষেত ৩০০ ফিট মাস্তুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ