ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

আজ থেকে শুরু দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আপলোড সময় : ৩০-০১-২০২৪ ১০:৫৮:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০১-২০২৪ ১০:৫৮:৪৭ পূর্বাহ্ন
আজ থেকে শুরু দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সংগৃহীত
আজ থেকে শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রীতি অনুযায়ী, মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রথমেই নির্বাচন করা হবে নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার।

বিকেল তিনটায় বসবে প্রথম অধিবেশন। এবারও সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। অন্যদিকে, বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ২২৩ জন। তাছাড়া, স্বতন্ত্র সংসদ সদস্য ৬২, জাতীয় পার্টির ১১, জাতীয় সমাজতান্ত্রিক দলের ১, ওয়ার্কার্স পার্টির ১ আর কল্যাণ পার্টির ১ জন সংসদ সদস্য আছেন।

তবে বিশ্লেষকরা বলছেন, স্বতন্ত্র এমপিদের ভূমিকার ওপর অনেকটাই নির্ভর করবে সংসদ কার্যকর হওয়া না হওয়া। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শেষ হবে প্রথম কার্যদিবস।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ