ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বিশ্বে দূষিত শহরের শীর্ষে ঢাকা

আপলোড সময় : ৩০-০১-২০২৪ ১১:০১:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০১-২০২৪ ১১:০১:১৩ পূর্বাহ্ন
বিশ্বে দূষিত শহরের শীর্ষে ঢাকা সংগৃহীত
মাত্র দু’দিনের ব্যবধাণে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষে, রাজধানী ঢাকা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে এই তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক বায়ুমাণ পর্যবেক্ষক সংস্থা আইকিউ এয়ার।

প্রতিবেদনে বলা হয়, এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। আইকিউ এয়ারের পর্যবেক্ষণ বলছে, আজ ঢাকার বাতাসের গুণগত মাণ বা একিউআই ২৬৫। যা তালিকায় থাকা বিশ্বের ১১০ শহরের মধ্যে সর্বোচ্চ।

বিশ্লেষকরা বলছেন, বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বৃদ্ধির কারণেই, এতোটা দূষিত ঢাকার বাতাস। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র মাণদণ্ডের তুলনায় ৪৩ গুণ বেশি। ঢাকার বাসিন্দাদের জন্য এটি সৃষ্টি করেছে গুরুতর স্বাস্থ্যঝুঁকি।

এমন পরিস্থিতিতে, শ্বাসকষ্টজনিত সমস্যা এড়াতে ঘরের বাইরে সবাইকে মাস্ক পরিধাণের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যবিদরা। পরের অবস্থানগুলোয় আছে ভারতের দুই শহর নয়াদিল্লি ও কলকাতা। তাছাড়া, উপরের দিকেই পাকিস্তানের শহর লাহোর।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ