এবার ফিলিস্তিনিদের জন্য অনুদান স্থগিত করল নিউজিল্যান্ড
আপলোড সময় :
৩০-০১-২০২৪ ১১:১৮:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩০-০১-২০২৪ ১১:১৮:৫৫ পূর্বাহ্ন
সংগৃহীত
এবার ফিলিস্তিনিদের জন্য সাময়িকভাবে অনুদান স্থগিতের ঘোষণা দিল নিউজিল্যান্ড।
গাজার ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও মানবিক সহায়তা সরবরাহকারী জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ- এর কয়েকজন কর্মীর বিরুদ্ধে ৭ অক্টোবর হামলায় সম্পৃক্তার অভিযোগ তোলে ইসরায়েল। এরপর পশ্চিমা দাতা দেশগুলো অনুদান স্থগিত করতে শুরু করে। মঙ্গলবার এই তালিকায় যোগ দিল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন তহবিল স্থগিতের ঘোষণা দিয়ে বলেছেন, ইসরায়েল কর্তৃক উত্থাপিত অভিযোগের তদন্ত না হওয়া পর্যন্ত ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থাকে অর্থায়ন স্থগিত করা হল।
এর আগে যেসব দেশ তহবিল স্থগিতের ঘোষণা দিয়েছে সেগুলো হল- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, এস্তোনিয়া, জাপান, অস্ট্রিয়া, আইসল্যান্ড ও রোমানিয়া। সূত্র: আল জাজিরা, ইউএন ওয়াচ
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স