ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মোবারকের খালাস চেয়ে আপিল ৯ বছর পর কার্যতালিকায়

আপলোড সময় : ৩১-০১-২০২৪ ১১:২৯:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩১-০১-২০২৪ ১১:২৯:১৫ পূর্বাহ্ন
মোবারকের খালাস চেয়ে আপিল ৯ বছর পর কার্যতালিকায় সংগৃহীত
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেনের খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় (কজলিস্টে) উঠেছে।

বুধবার (৩১ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এটি শুনানির জন্য রয়েছে। রায় ঘোষণার নয় বছর পর আপিল আবেদনটি শুনানির জন্য উঠলো। আপিল বিভাগের এই মামলায় আইনজীবী হিসেবে রয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম।

২০১৪ সালের ১৪ নভেম্বর মোবারক হোসেনকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মোবারকের মামলার রায়ে হত্যা, অপহরণ, জোরপূর্বক আটকে রাখা, নির্যাতন ও লুটপাটের ৫টির মধ্যে হত্যা-গণহত্যার দুটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ