অধিনায়কের বিষয়ে পাকিস্তানকে যে পরামর্শ দিলেন আফ্রিদি
আপলোড সময় :
৩১-০১-২০২৪ ১১:৩৪:৪৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩১-০১-২০২৪ ১১:৩৪:৪৪ পূর্বাহ্ন
সংগৃহীত
বিশ্বকাপের পর পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। এর পর দলটি দুই ফরম্যাটে নতুন অধিনায়কও বেছে নিয়েছে। টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তবে এভাবে বারবার অধিনায়ক বদল না করে কাউকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি।
একই সঙ্গে আফ্রিদি মনে করেন পাকিস্তান জাতীয় দলে কোনো সহকারী অধিনায়কের প্রয়োজন নেই। পাকিস্তানের স্পোর্টস একাডেমি প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে শহিদ আফ্রিদি বলেন, ‘পিসিবির উচিত বারবার ক্যাপ্টেন্সি বিতর্ক তৈরি না করে, ২-৩ বছরের জন্য স্থায়ী কোনো অধিনায়ক ঘোষণা করা। সহকারী অধিনায়ক হিসেবেও কাউকে নিয়োগের প্রয়োজন নেই। কোনো কারণে নিয়মিত অধিনায়ক না থাকলে, উপযুক্ত বিকল্প কাউকে তখন দায়িত্ব দেওয়া যেতে পারে।’
এদিকে পাকিস্তানের টিম ডিরেক্টর পদ ছাড়তে চলেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। যদিও নিজের সাবেক এ সতীর্থকে ওই দায়িত্বে আরও বেশি সময় চান শহিদ আফ্রিদি। সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘হাফিজ অনেক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। তাকে আরও সময় দেওয়া উচিত (টিম ডিরেক্টর পদে)। কেউ যদি মনে করে এক সিরিজেই সব পরিবর্তন হয়ে যাবে— এটি ভুল ধারণা।’
বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন শুরুর আশায় পিসিবির পরিচালনা কমিটি থেকে সর্বত্র পরিবর্তন আনা হয়েছে। এর পরও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে দুই ফরম্যাটের সিরিজে কোনো লড়াই–ই দেখাতে পারেননি শাহিন শান মাসুদরা। অজিদের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট এবং কিউইদের কাছে তারা ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। এ নিয়ে শহিদ আফ্রিদি বলেন, ‘নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে আমরা দারুণ কিছু সুযোগ হাতছাড়া করেছি। নিজেদের সেরাটাও দিতে পারিনি।’
আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে। এমন মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের আগে দলে অনেক পরিবর্তন দরকার বলেও মনে করেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক, ‘বিশ্বকাপের আগে স্কোয়াডে ব্যাপক পরিবর্তন দরকার। এটিও জানা জরুরি যে কাকে বিশ্রাম আর কাকে কোনো সময়ে খেলাতে হবে।’
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স