ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বাগদান সারলেন কৃতি-পুলকিত

আপলোড সময় : ৩১-০১-২০২৪ ১১:৩৬:৫০ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩১-০১-২০২৪ ১১:৩৬:৫০ পূর্বাহ্ন
বাগদান সারলেন কৃতি-পুলকিত সংগৃহীত
২০১৯ সাল থেকে প্রেম করছেন বলিউড তারকা পুলকিত সম্রাট ও কৃতি খরবান্দা। তবে দুজনের কেউই তাদের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। প্রেমের গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে এলো তাদের বাগদানের খবর। 

ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলা তাদের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে— পাশাপাশি রাখা হাতে আংটি পরা রয়েছে। এর পর থেকেই ছবিগুলো অন্তর্জালে ছড়িয়ে পড়ে, পরে ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাতে জানায়, বাগদান সেরে ফেলেছেন দুই তারকা।

জানা গেছে, ঘরোয়াভাবেই ছোট পরিসরে বাগদান সেরেছেন পুলকিত ও কৃতি। জানা গেছে, এই তারকা জুটি শিগগির বিয়ে করবেন। ‘ফুকরে’, ‘সনম রে’ ইত্যাদি সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত পুলকিত। অন্যদিকে ‘শাদি মে জরুর আনা’, ‘রাজ: রিবুট’, ‘হাউসফুল ৪’, ‘চৌদ্দ ফেরে’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছেন কৃতি।

‘ফুকরে’, ‘সনম রে’ ইত্যাদি সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত পুলকিত। অন্যদিকে ‘শাদি মে জরুর আনা’, ‘রাজ: রিবুট’, ‘হাউজফুল ৪’, ‘চৌদ্দ ফেরে’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছেন কৃতি।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ