সময়ের উদীয়মান ও তরুণ কণ্ঠশিল্পী মামুন মণ্ডল।এবার ‘আমি মরলে কাঁদিস না তুই’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন এই কন্ঠশিল্পী।
চমৎকার কথা ও সুরের গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে। আগামী ২ ফেব্রুয়ারি ইউটিউব চ্যানেল ‘দেবালয় মিউজিক’-এ মুক্তি পাবে গানটি।
মিজানুর রহমানের লেখা গীতিকবিতায় সুরারোপ করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন শিবলু মাহমুদ।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বাদল আহমেদ এবং মুক্তা মনি। কুড়িগ্রামের বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। মিজানুর রহমানের নির্দেশনায় দৃশ্যধারণ করেছেন নয়ন খান।
জানতে চাইলে মামুন মন্ডল বলেন, গানটির কথা ও সুর অসাধারন, সব মিলিয়ে দারুন একটি গান দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে,আশা করছি গানটি সবার ভালোবাসা কুড়াবে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain