গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৭ হাজার ছুঁইছুঁই
আপলোড সময় :
০১-০২-২০২৪ ১১:৩২:১০ পূর্বাহ্ন
আপডেট সময় :
০২-০২-২০২৪ ০৫:১৯:৩৯ অপরাহ্ন
সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। ইতোমধ্যে নিহতের সংখ্যা প্রায় ২৭ হাজারে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ৬৬ হাজার মানুষ। বুধবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, প্রায় চারমাস ধরে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৬ হাজার ৯০০ জনে পৌঁছেছে। এ ছাড়া হামলায় আরও ৬৫ হাজার ৯৪৯ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ১৬টি ‘গণহত্যা’ চালিয়েছে। এর ফলে ১৫০ জন নিহত এবং ৩১৩ জন আহত হয়েছেন। এ ছাড়া অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতেও পারছেন না।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে ইসরায়েলও গাজা উপত্যকায় পাল্টা আক্রমণ শুরু করে। এরপর থেকে গত প্রায় চার মাস ধরে সেখানে সংঘাত চলছেই।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স