বিক্রান্ত আমায় অনেক কাঁদিয়েছে: বিজয় ভার্মা
আপলোড সময় :
০৪-০২-২০২৪ ১১:৪০:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-০২-২০২৪ ০৭:১৮:৫৪ অপরাহ্ন
সংগৃহীত
গত বছরের সবচেয়ে আলোচিত বলিউড চলচ্চিত্র বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেল।’ বক্স অফিসে যেমন সফল চলচ্চিত্রটি, তেমনি দর্শক হৃদয়েও তুমুল ঝড় তুলেছে। সমালোচকদের মনও জয় করেছে। সিনেমাটির প্রশংসায় বুদ হয়ে আছেন বলিউড তারকারাও।
এবার সেই তালিকায় যোগ হলেন বিজয় ভার্মা। সম্প্রতি টুয়েলভথ ফেল ফেল দেখেছেন অভিনেতা বিজয় ভার্মা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিতে উঠে এসেছে আইপিএস মনোজ শর্মার জীবন কাহিনি। আর সেই চরিত্র নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি।
বিক্রান্তের অভিনয় মন ছুঁয়ে গেছে বিজয়েরও। চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। ইনস্টাগ্রামে এসে সেটিই জানালেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর সেশন করছিলেন বিজয়।
সেখানে এক ব্যক্তি তাঁর কাছে জানতে চান, কোনও সিনেমা দেখে তিনি কখনও কেঁদেছেন কিনা তিনি! উত্তরে বিজয় লেখেন, ‘আমি কাঁদি। এই সেদিনই টুয়েলভথ ফেল দেখতে গিয়ে সন্ধ্যাবেলায় কেঁদে ফেলেছিলাম। বিক্রান্ত ম্যাসি আমায় অনেক কাঁদিয়েছে।’
গত বছরের অন্যতম আলোচিত ও সফল চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’ দর্শক-সমালোচকদের মুগ্ধ করে অস্কারের দৌড়েও পৌঁছে যায়। তবে এ বছর অস্কারের মনোনয়নে জায়গা হয়নি সিনেমাটির।
তবে অস্কারের মনোনয়ন মিস করলেও ভারতের সবচেয়ে মর্যাদাপুর্ন চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার ছিনিয়ে নিয়েছে ‘টুয়েলভথ ফেল।’ ফিল্মফেয়ারের পরীক্ষায় সবচেয়ে বেশি মার্ক নিয়ে পাশ করেছে ‘টুয়েলভথ ফেল।’
এ বছর ৬৯তম ফিল্মফেয়ারে সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ‘টুয়েলভথ ফেল।’
সমালোচক বিভাগে সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছে বিক্রান্ত ম্যাসি। সেরা পরিচালকের ফিল্মফেয়ার পেয়েছেন বিধু বিনোদ চোপড়া। সেরা চিত্রনাট্য এবং সেরা সম্পাদনার পুরস্কারসহ মোট ৫টি ফিল্মফেয়ার পুরস্কার ওঠেছে প্রশংসিত টুয়েলভথ ফেল-এর ঘরে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স