ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

চিলিতে নিহত বেড়ে ১১২, নিখোঁজ কয়েকশ

আপলোড সময় : ০৫-০২-২০২৪ ১১:৩৯:৩৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০২-২০২৪ ১১:৩৯:৩৮ পূর্বাহ্ন
চিলিতে নিহত বেড়ে ১১২, নিখোঁজ কয়েকশ সংগৃহীত
চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১১২ জন হয়েছে। এছাড়া এই দাবানলের জেরে দক্ষিণ আমেরিকার এই দেশটির একটি শহরে কয়েকশ বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় ১৪শ কর্মী। ভয়াবহ এই দাবানলে সারা দেশে ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বারাষ্ট্র মন্ত্রণালয়। দাবানলে আনুমানিক ৩ থেকে ৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে তারা।

পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় সময় শনিবার (৩ ফেব্রুয়ারি) এক টেলিভিশন বিবৃতিতে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।

ভালপারাইসোর রাষ্ট্রপতির প্রতিনিধি সোফিয়া গঞ্জালেজ কর্টেস বলেছেন, জরুরি অবস্থা মার্গা মার্গা এবং ভালপারাইসো প্রদেশের জন্য ঘোষণা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, দেশের বিভিন্ন অংশে প্রায় ৯২টি সক্রিয় দাবানল জ্বলছে এবং এ পর্যন্ত প্রায় ৪৩ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো- কিছু অগ্নিকাণ্ড শহরের খুব কাছাকাছি অঞ্চলে এমনকি কিছু শহুরে এলাকায় ঢুকে পড়েছে। এতে মানুষ, বাড়িঘর এবং স্থাপনাগুলোও ঝুঁকিতে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ