নিয়মিত মঞ্চ নাটকের সাথে জড়িত শতাধিক অভিনয় শিল্পী নিয়ে তরুন নির্মিতা ও ভিডিও সম্পাদক আলাউদ্দিন সাজু নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক "অন্যরকম খুশি"
আহনাফ আয়ানের লেখা এই নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের বর্ষিয়ান অভিনেতা মাতাব আর্জু, রিংকু রনী দাস, টিংকু মল্লিক, স্বপ্না, মাহমুদুল হক সুজন, শোবিজ আনোয়ার, জিন্নাত ফারজানা চাঁদনী , নিটন, সুমি, পলি, আলী, এস এম বেলাল, ভাষ্কর মজুমদারসহ মঞ্চে অভিনয় করা শতাধিক অভিনয় শিল্পী।
নির্মাতা আলাউদ্দিন সাজু জানান, ইতোমধ্যে শুটিংয়ের কাজ শেষে নাটকটি এখন সম্পাদনার টেবিলে আছে।
রোমান্টক ও হাসির মিশ্রণে পুরো এই নাটকটি শেষ হবে ৭ পর্বে।
নির্বাহী প্রযোজক নঈম কাজী ও প্রযোজনা প্রতিষ্ঠান অনির্বাণ মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়, আসছে পবিত্র ঈদুল ফিতরে একটি স্যাটেলাইট চ্যানেলে "অন্যরকম খুশি" নাটকটি প্রচারিত হওয়ার কথা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain