ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

কোহলির দ্বিতীয় সন্তান প্রসঙ্গে ক্ষমা চাইলেন ডি ভিলিয়ার্স

আপলোড সময় : ১০-০২-২০২৪ ১১:০১:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০২-২০২৪ ১১:০১:২৬ পূর্বাহ্ন
কোহলির দ্বিতীয় সন্তান প্রসঙ্গে ক্ষমা চাইলেন ডি ভিলিয়ার্স সংগৃহীত
‘ভিরাট কোহলি দ্বিতীয় বার বাবা হচ্ছেন’ এমন কথাই নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন প্রোটিয়া ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তবে, হঠাৎ করেই নিজের করা এই মন্তব্য থেকে সরে দাঁড়িয়েছেন এই তারকা ব্যাটার। একইসঙ্গে ক্ষমাও চেয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক ভাস্কারকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ভুল স্বীকার করেছেন ডি ভিলিয়ার্স।

সম্প্রতি গুঞ্জন ওঠে কোহলি-আনুশকা দম্পতির কোল জুড়ে আসতে যাচ্ছে আরও এক সন্তান। এই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার ভিলিয়ার্স। একই সাথে জানিয়েছিলেন এই কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে খেলছেন না ভিরাট। এমন সংবাদে ভক্তরাও ছিল বেশ উচ্ছ্বসিত।

এরমাঝে হঠাৎ করেই জানা গেলো এই তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা। সংবাদমাধ্যমে দেয়া ওই সাক্ষাৎকারে এ কথাই বলেছেন খোদ ডি ভিলিয়ার্স। তিনি বলেন, সবকিছুর আগে পরিবার। এরপর ক্রিকেট। যেটা আমি আগেও বলেছি। পাশাপাশি এটাও বলছি, ইউটিউব চ্যানেলের ওই বক্তব্যে বড় ভুল করেছি আমি।

ভিরাটকে নিয়ে দেয়া সেই তথ্য ছিল পুরোপুরি ভুল, সেগুলো একদমই সত্য নয়। পারিবারিক প্রয়োজনে জাতীয় দলের দায়িত্ব থেকে বিরতি নেওয়ার সবটুকু অধিকার ভিরাটের আছে। তার পরিবারের জন্য যা জরুরি, সেটিই সবকিছুর ওপরে প্রাধান্য পাবে।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার জন্য দলের সঙ্গে হায়দরাবাদে গিয়েছিলেন কোহলি। তবে সিরিজ শুরুর দুই দিন আগে ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি। এরপর দ্বিতীয় টেস্ট শেষে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, পরের দুই টেস্টেও থাকছেন না অভিজ্ঞ এই ব্যাটার। এমনকি শেষ টেস্টেও তাকে পাওয়ার সম্ভাবনা একদমই ক্ষীণ।

ভিলিয়ার্স বলেন, তার বিরতি নেয়ার কারণ যেটাই হোক না কেন, আশা করি সে শক্তভাবে ঘুরে দাঁড়াবে। একইসাথে আরও ভালোভাবে ফিরে আসবে। কেউ জানে না, কোহলির পরিবারে কী হচ্ছে। আমি শুধু তাকে শুভ কামনাই জানাতে পারি।

এর পরেই ডি-ভিলিয়ার্স বলেন, ভিরাটের সঙ্গে তিনি কথা বলছিলেন। তখনই জানতে পারেন আনুশকা দ্বিতীয় বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা ভিরাটের কর্তব্য। তবে সেই তথ্য প্রকাশ করে এখন দু:খ প্রকাশ করেছেন মিস্টার থ্রি সিক্সটি।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ