জাতীয় সম্পদ রক্ষায় আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী
আপলোড সময় :
১২-০২-২০২৪ ১১:৩৫:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-০২-২০২৪ ১১:৩৫:০৫ পূর্বাহ্ন
সংগৃহীত
হরতাল-অবরোধে আগুন সন্ত্রাস প্রতিরোধ ও জাতীয় সম্পদ রক্ষায় আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের যেকোনো জরুরি প্রয়োজনে অবদান রেখে চলেছে বলেও জানান তিনি।
সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের সখিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক থেকে দেশকে রক্ষা করতে চাই। এছাড়া দুর্নীতির বিরুদ্ধেও সরকারের যুদ্ধ অব্যহত থাকবে। এসব বিষয়ে আনসার বাহিনীকে তাদের দায়িত্ব অব্যাহত রাখার আহ্বান জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসাবে যাত্রা শুরু হবে। তাই দেশের প্রতিটি বাহিনী স্মার্ট বাহিনী হিসাবে গড়ে উঠবে। দেশের প্রতিটি গ্রামকে নিরাপদ করতে ও স্মার্ট গ্রাম গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান সরকারপ্রধান।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স