নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ চলছে
আপলোড সময় :
১২-০২-২০২৪ ১১:৩৬:২১ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-০২-২০২৪ ১১:৩৬:২১ পূর্বাহ্ন
সংগৃহীত
দ্বাদশ সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ চলছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত। দুটি উপজেলা নিয়ে গঠিত আসনটি কেন্দ্র রয়েছে ১২৪টি।
আসনটিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। এছাড়া স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইচএম আখতারুল আলম ও মো. মেহেদী মাহমুদ রেজা।
সরেজমিন দেখা যায়, সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে পুরুষ ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলক কম। এদিকে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসন। গত ২৯ ডিসেম্বর একজন স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে এই আসনটিতে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। আসনটিতে ভোটার রয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ১৩২জন।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স