ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

অবশেষে পাকিস্তানে রাজনৈতিক সমঝোতা

আপলোড সময় : ১২-০২-২০২৪ ১১:৩৭:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০২-২০২৪ ১১:৩৭:১৬ পূর্বাহ্ন
অবশেষে পাকিস্তানে রাজনৈতিক সমঝোতা সংগৃহীত
পাকিস্তানে জোট গড়ছে পিপিপি-পিএমএলন। রোববার (১১ ফেব্রুয়ারি) লাহোরে বিলাওয়াল ভুট্টোর বাড়িতে রাতের বৈঠকে শীর্ষ নেতাদের দর কষাকষির পর রাজনৈতিক সমঝোতার কথা নিশ্চিত করেছে দুই পক্ষ।

পিএমএলএন প্রেসিডেন্ট শাহবাজ শরীফের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা যোগ দেন ওই বৈঠকে। জাতীয় নির্বাচনের ফল ঘোষণার পর দু’পক্ষের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ছিল এটি। যৌথ বিবৃতিতে জানানো হয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন নেতারা। দেশকে রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে রক্ষায় ঐক্যমত্যে পৌঁছেছে দুই দল। তবে সরকার গঠন ইস্যুতে সোমবার আবারও আলোচনায় বসবেন তারা।

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দলগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতার দৌড়ঝাঁপ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার পাকিস্তানে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯৩ আসনে জয় পেয়েছেন। ৭৫ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পিএমএল-এন এবং ৫৪ আসন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পিপিপি। এই দুই দলের সমঝোতা হলে স্বতন্ত্র ও অন্যান্য ছোটখাটো দলের সমর্থন নিয়ে তারাই সরকার গঠন করবে।

এর আগে কয়েকটি রাজনৈতিক সূত্র জিও নিউজকে জানিয়েছিল, পিপিপির কো-চেয়ারম্যান জারদারি ইতিমধ্যে নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পিএমএল-এনের সঙ্গে জোট করতে আগ্রহের কথা জানিয়েছেন। তবে শর্ত হিসেবে সরকারে প্রধানমন্ত্রী পদে বিলাওয়ালকে দেখতে চেয়েছেন। তবে এ বিষয়ে এখনো পিএমএল-এনের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ