বাইডেন নিজেও জানেন না তিনি বেঁচে আছেন কিনা, ট্রাম্পের উপহাস
আপলোড সময় :
১২-০২-২০২৪ ১১:৫২:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-০২-২০২৪ ১১:৫২:৩৪ পূর্বাহ্ন
সংগৃহীত
আবারও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে উপহাস করলেন রিপাবলিকান ফ্রন্টরানার ডোনাল্ড ট্রাম্প। বক্তব্য দেওয়ার সময় আজকাল প্রায়ই ভুল করছেন বাইডেন। জড়তার কারণে অনেক কথাই বুঝা যায় না তার। এ নিয়ে প্রায়ই গণমাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশিত হয়।
শুক্রবার পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে ‘ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন’-এ দেওয়া এক ভাষণে বাইডেনকে নানাভাবে উপহাস করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ৮২ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট জানেনই না যে তিনি আসলে বেঁচে আছেন কিনা। পাশাপাশি মার্কিন বিচার বিভাগেরও সমালোচনা করেন তিনি। বলেন, যে অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে, সে একই কাজ বাইডেনও করেছেন।
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে গরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। এখন পর্যন্ত রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন ট্রাম্প। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
অপরদিকে ডেমোক্রেট দল থেকে আবারও নির্বাচন করার কথা বলেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: পলিটিকো, ফিলাডেলফিয়া ইনকোয়াইর
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স