ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

যে কারণে নেতৃত্বে নেই সাকিব

আপলোড সময় : ১৩-০২-২০২৪ ১১:১৪:৩০ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০২-২০২৪ ১১:১৪:৩০ পূর্বাহ্ন
যে কারণে নেতৃত্বে নেই সাকিব সংগৃহীত
ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎ করেই নেতৃত্ব থেকে সরে যান তামিম ইকবাল। টাইগার ওপেনার সরে যাওয়ায় পর সাকিব আল হাসানকে ৬ জাতির টুর্নামেন্ট এশিয়া কাপ ও বৈশ্বিক মহারণের আগে দলপতির দায়িত্ব দেওয়া হয়। এর মধ্য দিয়ে ফের এক অধিনায়কের যুগে প্রত্যাবর্তন করে বাংলাদেশ।

সে সময়ে সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপের পর আর একদিনও অধিনায়ক থাকবেন না তিনি। ধারণা করা হয়, শুধু ৫০ ওভারের ফরম্যাটের বিষয়ে এই ইঙ্গিত দিয়েছিলেন টাইগার পোস্টারবয়। তবে এবার তিন ফরম্যাটেই নেতৃত্ব ছেড়েছেন টাইগার অলরাউন্ডার। সাকিবের স্থলাভিষিক্ত হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

ক্রিকেটপাড়ায় বেশ কয়েক দিন ধরেই সবচেয়ে চর্চিত বিষয় সাকিবের চোখের সমস্যা। বিষয়টি নিয়ে সাকিবও বেশ ভুগছেন। দেশ ও দেশের বাইরে একাধিক বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েও কোনো ফায়দা হচ্ছিল না।

চোখের সমস্যায় খেলাতেও ইফেক্ট পড়ছিল। তাই সাকিবের মাঠে ফেরা নিয়েও অপ্রত্যাশিত এক শঙ্কা জেগেছে। সব কিছু বিবেচনায় শান্তকে দলপতি হিসেবে বেছে নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। এ বিষয়ে সাকিবের সঙ্গেও আলাপ করেছে বিসিবি।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ