ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

কক্সবাজারে চলছে মিয়ানমারের সীমান্তরক্ষীসহ ৩৩০ নাগরিককে হস্তান্তর

আপলোড সময় : ১৫-০২-২০২৪ ১১:২৪:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০২-২০২৪ ০৬:০৮:৫০ অপরাহ্ন
কক্সবাজারে চলছে মিয়ানমারের সীমান্তরক্ষীসহ ৩৩০ নাগরিককে হস্তান্তর সংগৃহীত
অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জন নাগরিককে ফেরত নিচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ। কক্সবাজারের ইনানী জেটিঘাটে চলছে এ হস্তান্তর প্রক্রিয়া। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০মিনিটের কিছুক্ষণ আগ থেকেই এ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। জানা গেছে, মিয়ানমারের জাহাজটি গভীর সমুদ্রে নোঙর করা রয়েছে। ইনানী নৌ-বাহিনী জেটি থেকে সেন্টমার্টিন রুটে চলাচলকারী দুটি জাহাজের মাধ্যমে তাদেরকে মিয়ানমারের জাহাজে তুলে দেয়া হবে।

প্রসঙ্গত, আশ্রয় নেয়া এসব নাগরিকদের বেশিরভাগই মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্য। এদের মধ্যে বিজিপি, সেনা, ইমিগ্রেশন ও পুলিশের সদস্য রয়েছে। আশ্রয় নেয়াদের মধ্যে বর্তমানে ৯ জন অসুস্থ রয়েছেন। তাদের মধ্যে ৫ জন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৪ জন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গতকালও।

উল্লেখ্য, দেশটির অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে গত ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক ধাপে বাংলাদেশে পালিয়ে এসেছিল তারা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে আশ্রয় দেয়।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ