যুক্তরাষ্ট্রে র্যালিতে বন্দুকধারীদের হামলা, নিহত ১
আপলোড সময় :
১৫-০২-২০২৪ ১১:২৭:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৫-০২-২০২৪ ০৬:০৭:৫৯ অপরাহ্ন
সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ‘কানসাস সিটি চিফ’- এর সুপার বোল কাপ বিজয় উদযাপনের র্যালিতে বন্দুকধারীদের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) কানসাস সিটিতে শত-শত পুলিশ প্রহড়ার মধ্যেই এ হামলা চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।
কর্তৃপক্ষ জানায়, বুধবার দুপুরে ফুটবল দল ‘কানসাস সিটি চিফ’- এর সুপার বোল কাপ বিজয় উদযাপনে ছিলো র্যালি। যাতে যোগ দেয় কয়েক হাজার সমর্থক। ভিড়ের মধ্যেই শুরু হয় গোলাগুলি। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আটক করা হয় সন্দেহভাজন তিন জনকে। গুলিবিদ্ধদের নেয়া হয় হাসপাতালে।
চিকিৎসকরা জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। কারণ, আহতদের মধ্যে ৮ জনের অবস্থা সংকটাপন্ন। তবে, হামলার মোটিভ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স