শুক্রবার ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আপলোড সময় :
১৫-০২-২০২৪ ১১:৩১:৩৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৫-০২-২০২৪ ০৬:০৫:৫০ অপরাহ্ন
সংগৃহীত
পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ধনুয়া হতে রাজেন্দ্রপুর পর্যন্ত ২০ ইঞ্চি ব্যাসের লাইনে সংযুক্ত গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে তুলা গবেষণা হতে রাজেন্দ্রপুর পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের লাইনে সংযুক্ত গ্রাহকদদের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স