টাঙ্গাইলে বাসচাপায় মা-ছেলে নিহত
আপলোড সময় :
১৭-০২-২০২৪ ১১:১১:৪৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৭-০২-২০২৪ ১১:১১:৪৩ পূর্বাহ্ন
সংগৃহীত
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব।
নিহতরা হচ্ছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও তার ছেলে শাকিব মিয়া (১৯)।
এ বিষয় গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এসময় বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায় বলে জানান ওসি।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স