ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ঠোঁট সার্জারি নিয়ে মুখ খুললেন আয়েশা টাকিয়া

আপলোড সময় : ১৭-০২-২০২৪ ১১:১৪:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০২-২০২৪ ১১:১৪:০৬ পূর্বাহ্ন
ঠোঁট সার্জারি নিয়ে মুখ খুললেন আয়েশা টাকিয়া সংগৃহীত
দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে রয়েছেন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া। বেশ কয়েকটি সিনেমায় কাজ করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। মাঝে ঠোঁট সার্জারি করে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

 শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দীর্ঘদিন পর মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন আয়েশা। এসময় অভিনেত্রীর সঙ্গে ছিল তার ছেলে এবং এক বন্ধু। এদিন আয়েশা পড়েছিলেন গাঢ় নীল স্যুট। অভিনেত্রীর ছেলে মিকাইলের পরনে ছিল সবুজ শার্ট, কালো প্যান্ট। বেশ হাস্যোজ্জ্বলভাবেই ক্যামেরায় ধরা দিয়েছেন তারা।

সর্বশেষ ২০১১ সালে ‘মোড’ সিনেমায় দেখা গেছে আয়েশাকে। এরপরেই মূলত চলচ্চিত্র থেকে বিরতি নেন তিনি। তবে কিছু বছর আগে আয়েশার বদলে যাওয়া চেহারা নিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি। রীতিমতো ট্রলের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী।

অস্বাভাবিক ফোলা ঠোঁট দেখে অনেকেরই ধারণা করেন— আয়েশা হয়তো ঠোঁটে ফিলার করিয়েছেন। যদিও সব অস্বীকার করেছেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সার্জারি করিয়েছি এটা একেবারেই ফালতু কথা। ছবিগুলি বিকৃত করা হয়েছিল।

তিনি আরও বলেছিলেন, আমি গোয়ায় ছুটি কাটাচ্ছিলাম যখন এই ছবিগুলি ভাইরাল হয়েছিল এবং এটি খুব হাস্যকর। কারণ যারা আমাকে ব্যক্তিগতভাবে দেখেছেন তারা জানবেন যে মোটেও ঘটনা তেমন নয়। কিন্তু সেলিব্রিটিদের এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়।

প্রসঙ্গত, মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন আয়েশা। পরে ফাল্গুনী পাঠকের ‘মেরি চুনার উড় উড় যায়ে’ গানের মাধ্যমে প্রথম জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। পরে ‘ওয়ান্টেড’, ‘সালাম-এ-ইশক’ ‘দিল মাঙ্গে মোরে’, ‘নো স্মোকিং’, ‘পাঠশালা’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ