টিম বাসে মদ্যপান করে চাকরি হারালেন ভারতীয় কোচ
আপলোড সময় :
১৭-০২-২০২৪ ১১:১৫:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৭-০২-২০২৪ ১১:১৫:৩২ পূর্বাহ্ন
সংগৃহীত
ক্রিকেট অনেক খেলোয়াড় রয়েছে যারা মদ্যপান করে নিষেধাজ্ঞা পেয়েছে। এবার টিম বাসে মদ্যপান করে চাকরি হারিয়েছেন ভারতের হায়দ্রাবাদ নারী ক্রিকেট দলের কোচ বিদ্যুৎ জয়সীমা। এর আগেও একাধিকবার এমন কাজ করলেও এবার তাকে ছাড় দেয়নি হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।
তদন্তের ঘোষণা দিয়ে তাৎক্ষণিকভাবে কোচের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বিদ্যুৎ জয়সীমারকে। তার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এসেছিল আরও আগে। প্রত্যেকবারই তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছিল হায়দ্রাবাদ ক্রিকেট। তবে এবার আর ছাড় দেয়নি এই কোচকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে টিম বাসে জয়সীমার মদ্যপানের একটি ছবি ভাইরাল হয়। দেশটির স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলও এই বিষয়ে সংবাদ প্রচার করে। এরপরই নড়েচড়ে বসে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। অনির্দিষ্ট কালের জন্য জয়সীমাকে বহিষ্কার করেছে সংস্থাটি। এ প্রসঙ্গে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ভাঙ্কা প্রতাপ বলেন, জয়সীমার বিরুদ্ধে আগেও নানা অভিযোগ রয়েছে।
‘তার মদ্যপান নিয়ে ক্রিকেটারদের অনেকেই আপত্তি জানিয়েছেন। আমাকে সুপ্রিম কোর্ট সংস্থা পরিচালনার জন্য নিযুক্ত করেছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জয়সীমাকে আমরা সরিয়ে দিয়েছি। তদন্ত শুরু হয়েছে। একজন সাবেক নারী ক্রিকেটারকেই আপাতত কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।’
হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনেরে পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে জয়সীমাকে জানানো হয় বিষয়টি। চিঠিতে লেখা হয়েছে, টিম বাসে আপনার মদ নিয়ে যাওয়া এবং মদ্যপানের ভিডিও আমাদের কাছে এসেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) একটি ই-মেলের মাধ্যমে আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে।
বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে হায়দরাবাদ রাজ্য দলের সঙ্গে থাকা অবস্থায় আপনার মদ্যপানের ভিডিও ছড়িয়ে পড়েছে। টেলিভিশনের খবরেও এই ভিডিও দেখানো হয়েছে। এটা গভীর উদ্বেগের বিষয়। আমি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্তের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাবা এম এল জয়সীমা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। আজও তার নাম শুনলেই শ্রদ্ধা জানান প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তার ছেলে বিদ্যুৎ জয়সীমা অনৈতিক কাজ করে বিতর্কে জড়িয়ে পড়লেন।
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সরকারি ই-মেল আইডি-তে একটি ই-মেলের মাধ্যমে বিদ্যুতের বিরুদ্ধে টিম বাসে মদ্যপানের অভিযোগ করা হয়। এ ছাড়া বিদ্যুতের বিরুদ্ধে খেলোয়াড়দের সঙ্গে অভব্য আচরণের অভিযোগও আনা হয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হায়দরাবাদের সিনিয়র মহিলা দলের ক্রিকেটারদের মা-বাবাকে লেখা একটি চিঠি। সেই চিঠিতে কোচের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও হোয়াটসঅ্যাপে বিদ্যুতের টিম বাসে মদ্যপানের ভিডিও ছড়িয়ে পড়েছে। এরপরেই সাসপেন্ড হলেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স