ইসরায়েলি আগ্রাসন দিশেহারা পশ্চিম তীরের ফিলিস্তিনিরা
আপলোড সময় :
১৯-০২-২০২৪ ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৯-০২-২০২৪ ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন
সংগৃহীত
দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে দিশেহারা পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। তুলকারেমে শরণার্থী শিবিরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে দুই ফিলিস্তিনি। রোববার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পের চারদিক থেকে ঘিরে ফেলে সেনারা। বাড়ি বাড়ি ঢুকে চালায় তল্লাশি। জেনিনের পশ্চিমে কাবাতিয়া শহরেও সাঁড়াশি অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ঘরবাড়ি ও গাড়ি ভাঙচুর করে সেনারা। ফিলিস্তিনিরা প্রতিরোধের চেষ্টা করলে বাধে সংঘর্ষ। এরপর বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করে আইডিএফ।
এছাড়াও রামাল্লা, বেথলেহেম, হেবরনের একাধিক এলাকায়ও তল্লাশির নামে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পূর্ব জেরুজালেমে শুয়াফাত ক্যাম্পে অভিযানে অংশ নেয় ইসরায়েলি সেনারা। সে সময় ফিলিস্তিনিদের মারধর ও ধরপাকড় চালানো হয়।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স