ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

আপলোড সময় : ২২-০২-২০২৪ ১১:৩৮:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০২-২০২৪ ১১:৩৮:০৪ পূর্বাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু সংগৃহীত
আজ থেকে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় ‘এ’ ইউনিট দিয়ে এ পরীক্ষা শুরু হয়। এটি আগামী ৫ মার্চ নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘আজ সকাল ৯টায় এ-ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির মোট ৬টি শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়। এদিন বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে পরীক্ষা চলবে।’

চলতি বছর এক হাজার ৮৪৪ আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরিক্ষার্থী সংখ্যা এক লাখ ৯৭ হাজার ৮৫১ জন। এই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১০৮ জন শিক্ষার্থী।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ