ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

পিলখানায় নিহতদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা

আপলোড সময় : ২৫-০২-২০২৪ ১১:৩৯:৫৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-০২-২০২৪ ১১:৩৯:৫৪ পূর্বাহ্ন
পিলখানায় নিহতদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা সংগৃহীত
রাজধানীর পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে নৃশংস হত্যাকাণ্ডের ১৫ বছর পূর্ণ হলো আজ (রোববার)। এ হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৮ মিনিটে বনানী সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদতবরণকারী সেনা কর্মকর্তাদের স্মৃতির শ্রদ্ধা নিবেদন করেন তারা।

প্রথমে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  এরপর শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয়।  পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্য, শহীদ পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

এ সময় বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় ক্ষোভ জানান নিহতদের স্বজনরা।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ