করোনায় আক্রান্ত ডিবি প্রধান হারুন
আপলোড সময় :
২৭-০২-২০২৪ ১১:১৮:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৭-০২-২০২৪ ১১:১৮:৪১ পূর্বাহ্ন
সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশিদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির কর্মকর্তারা।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ লাইনস মাঠে সকাল সাড়ে দশটায় পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপিদের প্যান্ডেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কথা ছিল হারুন-অর-রশিদের। তাই তার করোনা পরীক্ষা হয়। তাতে করোনা শনাক্ত হয়েছে এ পুলিশ কর্মকর্তার।
ডিবি সূত্র জানিয়েছে, হারুন-অর-রশিদ বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স