জমিজমা নিয়ে বিরোধ, অবশেষে বৃক্ষ নিধন!
আপলোড সময় :
২৯-০২-২০২৪ ১১:১১:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৯-০২-২০২৪ ১১:১১:১৫ পূর্বাহ্ন
সংগৃহীত
এক রাতেই কেটে ফেলা হলো বাগানের বেশ কয়েকটি গাছ। দিনাজপুরের বিরামপুর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বাগানের প্রায় অর্ধশতাধিক গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে একটি আম ও লিচু বাগানে ঘটে এ ঘটনা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাগান মালিকের।
বাগান মালিক দেলোয়ার হোসেন জানায়, ৬ বছর আগে তার বাগানে আম, লিচু, মাল্টাসহ বিভিন্ন প্রকার ফলের গাছ রোপন করেন তিনি। ইতোমধ্যে গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। বুধবার ভোরে বাগানের ৪০টি আম ও ১৫টি লিচু গাছ করাত দিয়ে কেটে বাগানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। দেলোয়ার হোসেনের দাবি, জমিজমা নিয়ে বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন বাগানের গাছগুলো কেটে ফেলেছে।
গাছ কাটার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে প্রতিপক্ষ আব্দুস সামাদের নাম উল্লেখ করে ৮ জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স