আজ থেকে সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল পাবেন ভোক্তারা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলর দাম নির্ধারিত হয়েছে ১৬৩ টাকা।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বলেন, প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়। আজ রোববার (৩ মার্চ) থেকেই খুচরা পর্যায়ে এর বাস্তবায়ন দেখা যাবে। মিলগুলো তদারকি করা হচ্ছে।
তিনি আরও জানান, পবিত্র রমজান ও রমজান মাসের বাইরেও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে। জানান, শুক্রবার থেকেই ভোজ্যতেলের মনিটরিং শুরু হয়েছে।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বলেন, প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়। আজ রোববার (৩ মার্চ) থেকেই খুচরা পর্যায়ে এর বাস্তবায়ন দেখা যাবে। মিলগুলো তদারকি করা হচ্ছে।
তিনি আরও জানান, পবিত্র রমজান ও রমজান মাসের বাইরেও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে। জানান, শুক্রবার থেকেই ভোজ্যতেলের মনিটরিং শুরু হয়েছে।