চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চিনিকলে হওয়া অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নিবার্পণে এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে ইছানগরে এস আলম রিফাইন্ড সুগার মিলে হয় এ অগ্নিকাণ্ড। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় নৌবাহিনী ও বিমানবাহিনীর দল। রাতভর আগুন নেভানোর কাজ চলে।
তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও, সম্পূর্ণ নিবার্পণ হয়নি। এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মিলটিতে চিনি পরিশোধন করা হয়। অগ্নিকাণ্ডে কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটি তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।
সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে ইছানগরে এস আলম রিফাইন্ড সুগার মিলে হয় এ অগ্নিকাণ্ড। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় নৌবাহিনী ও বিমানবাহিনীর দল। রাতভর আগুন নেভানোর কাজ চলে।
তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও, সম্পূর্ণ নিবার্পণ হয়নি। এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মিলটিতে চিনি পরিশোধন করা হয়। অগ্নিকাণ্ডে কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটি তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।