মুন্সিগঞ্জের গজারিয়ার অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংঘর্ষ চলছে। এই ঘটনায় ৭ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে এই ঘটনা ঘটে।
এর আগে মঙ্গলবার সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষের নানা অনিয়মের তথ্য তুলে ধরে দ্রুত ব্যবস্থা গ্রহণের স্লোগান দিতে থাকেন ভুক্তভোগীরা। এতে মহাসড়কের দুই পাশের সড়কে দীর্ঘ নয় কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজটের। এ সময় ভোগান্তি পোহাতে হয় সড়কে আটকে থাকা যানবাহন চালক ও যাত্রীদের।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় তিন ঘণ্টা পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। এরপর স্থানীয় প্রশাসনের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসে মঙ্গলবার দুপুর ২টার দিকে মহাসড়কে নেয়া অবস্থান থেকে সরে দাঁড়ান ভুক্তভোগীরা। এ সময় দ্রুত দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।