২০২২ সালের নভেম্বর মাসে আলিয়া ভাট ও রণবীর কাপুরের কোলে আসে তাদের প্রথম সন্তান রাহা। আলিয়া-রণবীরের মেয়েকে একবার দেখার জন্য উদগ্রীব ছিলেন অনুরাগীরা। কিন্তু রাহার বাবা-মা ঠিক করেছিলেন এখনই মেয়ের মুখ প্রকাশ্যে আনবেন না।
রাহার এক বছরের জন্মদিনে কেকের সঙ্গে রাহার আবছা একটা ছবি পোস্ট করেছিলেন আলিয়া। কাপুর দম্পতি জানিয়েছিলেন, দুই বছর বয়স না হলে রাহার মুখ দেখাবেন না। তবে নিজেরাই প্রতিজ্ঞা ভঙ্গ করেন। গত বছর ২৫ ডিসেম্বর বড়দিনে মা-বাবার হাত ধরে প্রকাশ্যে আসে রাহা। এবার মেয়ের ছবি প্রথমবার ইনস্টাগ্রামে পোস্ট করলেন আলিয়া।
ছবি শেয়ার করে আলিয়া ক্যাপশনে লিখেছেন— ‘হোলসাম’। মেয়ে যে ভালোভাবে বেড়ে উঠছে, সে কথা সবাইকে জানালেন মহেশ ভাটকন্যা। ২০২২ সালের ৬ নভেম্বর মুম্বাইয়ের একটি হাসপাতালে আলিয়া-রণবীবের মেয়ের জন্ম হয়।
গর্ভকালীন নানা ছবি দিলেও বলিউড তারাকারা সাধারণত তাদের সন্তানের ছবি প্রকাশ করতে চান না। তাদের চেষ্টা থাকে পাপারাজ্জিদের ক্যামেরা বা সংবাদমাধ্যমের আলোকচিত্রীদের কাছ থেকে সন্তানকে আড়াল করার।
রাণবীর ও আলিয়াও ওই দলের মানুষ। তারাও চেয়েছিলেন ‘রাহা’ কিছু দিন ক্যামেরার আড়ালেই থাকুক। ‘রাহা যখন বড় হবে ও সোশ্যাল মিডিয়ায় থাকতে চাইবে, তখন হয়তো ছবি তোলা পছন্দ করবে। কিন্তু বাবা-মা হিসেবে আমরা আপাতত সুরক্ষিত রাখতে চাই মেয়েকে,’ বলেছিলেন রণবীর।
মেয়ের ছবি যাতে তোলা না হয়, সে জন্য এক বছর আগে আলোকচিত্রীদের নিয়ে রীতিমতো সংবাদ সম্মেলন করেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সেই সময় তারা বলেছিলেন, সময় হলে বলতে হবে না, তারা নিজেরাই মেয়েকে সবার সামনে হাজির করবেন।
এখন এই দম্পতি মনে করছেন রাহাকে সবার সামনে আনার সময় হয়েছে। তাই বিভিন্ন পার্টি এবং সোশাল মিডিয়ায় মিলছে রাহার ছবি ও ভিডিও।
রাহার এক বছরের জন্মদিনে কেকের সঙ্গে রাহার আবছা একটা ছবি পোস্ট করেছিলেন আলিয়া। কাপুর দম্পতি জানিয়েছিলেন, দুই বছর বয়স না হলে রাহার মুখ দেখাবেন না। তবে নিজেরাই প্রতিজ্ঞা ভঙ্গ করেন। গত বছর ২৫ ডিসেম্বর বড়দিনে মা-বাবার হাত ধরে প্রকাশ্যে আসে রাহা। এবার মেয়ের ছবি প্রথমবার ইনস্টাগ্রামে পোস্ট করলেন আলিয়া।
ছবি শেয়ার করে আলিয়া ক্যাপশনে লিখেছেন— ‘হোলসাম’। মেয়ে যে ভালোভাবে বেড়ে উঠছে, সে কথা সবাইকে জানালেন মহেশ ভাটকন্যা। ২০২২ সালের ৬ নভেম্বর মুম্বাইয়ের একটি হাসপাতালে আলিয়া-রণবীবের মেয়ের জন্ম হয়।
গর্ভকালীন নানা ছবি দিলেও বলিউড তারাকারা সাধারণত তাদের সন্তানের ছবি প্রকাশ করতে চান না। তাদের চেষ্টা থাকে পাপারাজ্জিদের ক্যামেরা বা সংবাদমাধ্যমের আলোকচিত্রীদের কাছ থেকে সন্তানকে আড়াল করার।
রাণবীর ও আলিয়াও ওই দলের মানুষ। তারাও চেয়েছিলেন ‘রাহা’ কিছু দিন ক্যামেরার আড়ালেই থাকুক। ‘রাহা যখন বড় হবে ও সোশ্যাল মিডিয়ায় থাকতে চাইবে, তখন হয়তো ছবি তোলা পছন্দ করবে। কিন্তু বাবা-মা হিসেবে আমরা আপাতত সুরক্ষিত রাখতে চাই মেয়েকে,’ বলেছিলেন রণবীর।
মেয়ের ছবি যাতে তোলা না হয়, সে জন্য এক বছর আগে আলোকচিত্রীদের নিয়ে রীতিমতো সংবাদ সম্মেলন করেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সেই সময় তারা বলেছিলেন, সময় হলে বলতে হবে না, তারা নিজেরাই মেয়েকে সবার সামনে হাজির করবেন।
এখন এই দম্পতি মনে করছেন রাহাকে সবার সামনে আনার সময় হয়েছে। তাই বিভিন্ন পার্টি এবং সোশাল মিডিয়ায় মিলছে রাহার ছবি ও ভিডিও।