গাজায় ইসরায়েলের অভিযানে ১৩ হাজার ফিলিস্তিনি যোদ্ধার মৃত্যু হয়েছে। এমন দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
হামাসসহ সহযোগী স্বাধীনতাকামী সংগঠনগুলোর সদস্যদের সন্ত্রাসী বলে আখ্যা দেন তিনি। রাফায় হামলা জোরদারের হুঁশিয়ারিও দেন। উপত্যকার প্রায় ১৪ লাখ বাস্তুচ্যুত মানুষ ঠাঁই নিয়েছে দক্ষিণাঞ্চলীয় শহরটিতে।
রোববার (১০ মার্চ) জার্মানির এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা বিজয়ের খুব কাছাকাছি, পৌঁছে গেছি। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আমরা রাফাহ’র বাকি হামাস যোদ্ধাদের নির্মূল করতে সক্ষম হবো।
হামাসসহ সহযোগী স্বাধীনতাকামী সংগঠনগুলোর সদস্যদের সন্ত্রাসী বলে আখ্যা দেন তিনি। রাফায় হামলা জোরদারের হুঁশিয়ারিও দেন। উপত্যকার প্রায় ১৪ লাখ বাস্তুচ্যুত মানুষ ঠাঁই নিয়েছে দক্ষিণাঞ্চলীয় শহরটিতে।
রোববার (১০ মার্চ) জার্মানির এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা বিজয়ের খুব কাছাকাছি, পৌঁছে গেছি। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আমরা রাফাহ’র বাকি হামাস যোদ্ধাদের নির্মূল করতে সক্ষম হবো।