দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজাবাসীর জন্য সাগরপথে উপকূলে পৌঁছেছে ত্রাণবাহী জাহাজ। স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) ভোরে ‘ওপেন আর্মস’ নামের জাহাজটি বন্দরে দৃশ্যমান হয়। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সাইপ্রাস থেকে তিনদিন আগে যাত্রা শুরু করে জাহাজটি। গত ৭ অক্টোবর, ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর এটি গাজায় যাওয়া প্রথম ত্রাণবাহী জাহাজ। এতে প্রায় ২০০ টন খাদ্য রয়েছে।
দাতব্য সংস্থা, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এই সহায়তা পাঠিয়েছে। একটি অস্থায়ী জেটি থেকে জাহাজের ত্রাণ বিতরণ করা হবে। তবে জাহাজটি এখনও তীরে নোঙর করেনি। ফলে ত্রাণ কিভাবে তীরে পৌঁছাবে তা এখনও নিশ্চিত নয়। সাগরপথে ত্রাণ সহায়তা দেয়ার প্রচেষ্টা সফল হলে আরও কয়েকটি জাহাজ গাজার উদ্দেশে রওয়ানা হবে।
প্রতিবেদনে বলা হয়, সাইপ্রাস থেকে তিনদিন আগে যাত্রা শুরু করে জাহাজটি। গত ৭ অক্টোবর, ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর এটি গাজায় যাওয়া প্রথম ত্রাণবাহী জাহাজ। এতে প্রায় ২০০ টন খাদ্য রয়েছে।
দাতব্য সংস্থা, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এই সহায়তা পাঠিয়েছে। একটি অস্থায়ী জেটি থেকে জাহাজের ত্রাণ বিতরণ করা হবে। তবে জাহাজটি এখনও তীরে নোঙর করেনি। ফলে ত্রাণ কিভাবে তীরে পৌঁছাবে তা এখনও নিশ্চিত নয়। সাগরপথে ত্রাণ সহায়তা দেয়ার প্রচেষ্টা সফল হলে আরও কয়েকটি জাহাজ গাজার উদ্দেশে রওয়ানা হবে।