রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মার্চ) রাতে ক্রকাস সিটি হলে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মুখোশ পরে পাঁচ বন্দুকধারী ঢুকে পড়ে হলে। সেখানে চলা কনসার্টে চালায় একের পর এক গুলি। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। এছাড়া শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।
একজন প্রত্যক্ষদর্শীর জানায়, হঠাৎ তারা পেছন থেকে গুলির শব্দ শুনতে পান। শোনা যায় বিস্ফোরণের শব্দও। এসময় সবাই দৌঁড়ে এসকেলেটরের দিকে চলে যায়।
রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, সন্ত্রাসীরা বিস্ফোরক দ্রব্য ব্যবহারের পাশাপাশি অটোমেটিক বন্দুক ব্যবহার করেছে। এতে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি হামলায় প্রথমে ৪০ জন নিহতের খবর পাওয়া যায়। যা পরবর্তীতে বেড়ে দাঁড়ায় ৬০ জনে।
বিবিসি বলছে, ৫০টির বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। সেই সঙ্গে রাশিয়ার ন্যাশনাল গার্ডের বিশেষ ইউনিটের সদস্যদেরও সেখানে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কনসার্ট হলের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে ওই ভবন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মুখোশ পরে পাঁচ বন্দুকধারী ঢুকে পড়ে হলে। সেখানে চলা কনসার্টে চালায় একের পর এক গুলি। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। এছাড়া শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।
একজন প্রত্যক্ষদর্শীর জানায়, হঠাৎ তারা পেছন থেকে গুলির শব্দ শুনতে পান। শোনা যায় বিস্ফোরণের শব্দও। এসময় সবাই দৌঁড়ে এসকেলেটরের দিকে চলে যায়।
রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, সন্ত্রাসীরা বিস্ফোরক দ্রব্য ব্যবহারের পাশাপাশি অটোমেটিক বন্দুক ব্যবহার করেছে। এতে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি হামলায় প্রথমে ৪০ জন নিহতের খবর পাওয়া যায়। যা পরবর্তীতে বেড়ে দাঁড়ায় ৬০ জনে।
বিবিসি বলছে, ৫০টির বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। সেই সঙ্গে রাশিয়ার ন্যাশনাল গার্ডের বিশেষ ইউনিটের সদস্যদেরও সেখানে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কনসার্ট হলের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে ওই ভবন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।