রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে ভয়াবহ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১৪৭ জনকে। বন্দুক হামলার এই ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
হামলার ঘটনার পরপরই নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে আইএসের পক্ষ থেকে এমনটা দাবি করা হয়েছে। যদিও আইএসের ওই পোস্ট যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া আইএসের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
এদিকে, এই ঘটনায় নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে ইউক্রেন। শুক্রবার হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহযোগী মিখাইলো পোদোলাক এ কথা বলেন।
এর আগে, স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে এই হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় মুখোশ পরা অবস্থায় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।
রুশ গণমাধ্যমগুলোর খবর, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়েছে হলের ছাদ।
হামলার ঘটনার পরপরই নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে আইএসের পক্ষ থেকে এমনটা দাবি করা হয়েছে। যদিও আইএসের ওই পোস্ট যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া আইএসের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
এদিকে, এই ঘটনায় নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে ইউক্রেন। শুক্রবার হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহযোগী মিখাইলো পোদোলাক এ কথা বলেন।
এর আগে, স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে এই হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় মুখোশ পরা অবস্থায় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।
রুশ গণমাধ্যমগুলোর খবর, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়েছে হলের ছাদ।