নিউজ ডেস্ক:-
২৭৪ লক্ষীপুর ০১ রামগঞ্জ সংসদিয় আসনের সাবেক সফল সাংসদ জননেতা লায়ন এম এ আউয়াল সাহেব কে পুনরায় আবার রামগঞ্জ আসন থেকে সংসদ সদস্য হিসেবে পুনরায় দেখতে চায়।
কেন চায় আমি তার সামান্য কিছু কারন তুলে ধরতে চাই। কারন:- (১) লায়ন এম এ আউয়াল সাহেব ২০১৪ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথমে তিনি বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সুযোগ্য কন্যা,বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা অর্জন করতে পেরেছেন।
(২) তিনি জননেত্রী শেখ হাসিনার সাথে সুসম্পর্ক করে রামগঞ্জে শতভাগ বিদ্যুৎ পাওয়ার ব্যাবস্থা করেছেন।( ৩) দুই শত তেষট্টি কোটি টাকা ব্যায়ে তিনি রামগঞ্জ পাওয়ার গ্রিড সহ অসংখ্য পাওয়ার ইস্টিশন স্থাপন করেছেন। (৪) রামগঞ্জ সন্ত্রাস ও চাঁদা বাজি নির্মুল করেছেন। (৫) তিনি মাদকদ্রব্য ব্যাবসা ও মাদক সেবিদের বিরুদ্ধে কঠিন ব্যাবস্থা নিয়েছেন।
(৬)তিনি রামগঞ্জ উপজেলায় অবস্থিত খলিফা দর্জায় প্রায় পাঁচ কোটি ব্যায়ে একটি ব্রিজ সহ অসংখ্য পোল কাল বাট নির্মান করেছেন।(০৭)তিনি রামগঞ্জ উপজেলা অসংখ্য রাস্তা পাকা ও মেরামতের ব্যবস্থা কেরেছেন।(০৮)তিনি হাসপাতাল সহ স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রেখেছেন।
(০৯) তিনি শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ এনেছে, তিনি রামগঞ্জে ০৪ তলা, ০২তলা ০১ তলা ও উদ্বমুখী সহ প্রায় ৫০ টি ভবন করেছেন যার কাজ এখনো চলমান।(১০)তিনি রামগঞ্জের নেতা কর্মিদের ডাকে সাড়া দিয়েছেন। (১১) তিনি টি আর, কাবিখার সুসম বন্টন করতেন। (১২) ওনার নির্দেশে টি আর কাবিখা তালিকা উপজেলায় পি আই ও অফিসে ঝুলিয়ে রাখতেন। (১৩) ওনার নির্দেশে থানায় কেউ হয়রানি হতো না।অন্যায় ভাবে কেউ মামলার শিকার হতো না।
(১৪) রামগঞ্জের যে প্রান্ত থেকে ফোন আসতো সাথে সাথে তিনি রিসিভ করতেন। ব্যস্ততার জন্য ফোন রিসিভ করতে না পারলে ফোন বেক করতেন। (১৫) অসহায় দের কে তিনি সহযোগিতার করতেন। (১৬) তিনি সব সময় সকলের সাথে হাসি মুখে কথা বলতেন। (১৭) রামগন্জে ঘরে ঘরে হাজার হাজার সোলার দিয়েছেন।
তিনি ছিলেন আরো অনেক গুনে গুনাম্বিত।রামগঞ্জ আসনের জনগন পুনরায় আবার সাবেক সফল সাংসদ জনাব লায়ন এম এ আউয়াল সাহেব কে এম পি হিসাবে দেখতে চায়। হে আল্লাহ তাআলা আপনি কবুল করুন।
২৭৪ লক্ষীপুর ০১ রামগঞ্জ সংসদিয় আসনের সাবেক সফল সাংসদ জননেতা লায়ন এম এ আউয়াল সাহেব কে পুনরায় আবার রামগঞ্জ আসন থেকে সংসদ সদস্য হিসেবে পুনরায় দেখতে চায়।
কেন চায় আমি তার সামান্য কিছু কারন তুলে ধরতে চাই। কারন:- (১) লায়ন এম এ আউয়াল সাহেব ২০১৪ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথমে তিনি বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সুযোগ্য কন্যা,বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা অর্জন করতে পেরেছেন।
(২) তিনি জননেত্রী শেখ হাসিনার সাথে সুসম্পর্ক করে রামগঞ্জে শতভাগ বিদ্যুৎ পাওয়ার ব্যাবস্থা করেছেন।( ৩) দুই শত তেষট্টি কোটি টাকা ব্যায়ে তিনি রামগঞ্জ পাওয়ার গ্রিড সহ অসংখ্য পাওয়ার ইস্টিশন স্থাপন করেছেন। (৪) রামগঞ্জ সন্ত্রাস ও চাঁদা বাজি নির্মুল করেছেন। (৫) তিনি মাদকদ্রব্য ব্যাবসা ও মাদক সেবিদের বিরুদ্ধে কঠিন ব্যাবস্থা নিয়েছেন।
(৬)তিনি রামগঞ্জ উপজেলায় অবস্থিত খলিফা দর্জায় প্রায় পাঁচ কোটি ব্যায়ে একটি ব্রিজ সহ অসংখ্য পোল কাল বাট নির্মান করেছেন।(০৭)তিনি রামগঞ্জ উপজেলা অসংখ্য রাস্তা পাকা ও মেরামতের ব্যবস্থা কেরেছেন।(০৮)তিনি হাসপাতাল সহ স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রেখেছেন।
(০৯) তিনি শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ এনেছে, তিনি রামগঞ্জে ০৪ তলা, ০২তলা ০১ তলা ও উদ্বমুখী সহ প্রায় ৫০ টি ভবন করেছেন যার কাজ এখনো চলমান।(১০)তিনি রামগঞ্জের নেতা কর্মিদের ডাকে সাড়া দিয়েছেন। (১১) তিনি টি আর, কাবিখার সুসম বন্টন করতেন। (১২) ওনার নির্দেশে টি আর কাবিখা তালিকা উপজেলায় পি আই ও অফিসে ঝুলিয়ে রাখতেন। (১৩) ওনার নির্দেশে থানায় কেউ হয়রানি হতো না।অন্যায় ভাবে কেউ মামলার শিকার হতো না।
(১৪) রামগঞ্জের যে প্রান্ত থেকে ফোন আসতো সাথে সাথে তিনি রিসিভ করতেন। ব্যস্ততার জন্য ফোন রিসিভ করতে না পারলে ফোন বেক করতেন। (১৫) অসহায় দের কে তিনি সহযোগিতার করতেন। (১৬) তিনি সব সময় সকলের সাথে হাসি মুখে কথা বলতেন। (১৭) রামগন্জে ঘরে ঘরে হাজার হাজার সোলার দিয়েছেন।
তিনি ছিলেন আরো অনেক গুনে গুনাম্বিত।রামগঞ্জ আসনের জনগন পুনরায় আবার সাবেক সফল সাংসদ জনাব লায়ন এম এ আউয়াল সাহেব কে এম পি হিসাবে দেখতে চায়। হে আল্লাহ তাআলা আপনি কবুল করুন।