গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষে যার যার গন্তব্যে যাওয়া অব্যাহত রয়েছে। অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে চড়ে যেতে দেখা গেছে।
শনিবার সকালে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল সড়কের চন্দ্রা মোড় এলাকায় যানবাহনের জটলা রয়েছে। তবে এখানে এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে টাক ও পিকআপভ্যানে চড়ে যেতে দেখা গেছে। যদিও পুলিশের পক্ষ থেকে ট্রাক-পিকআপে না যেতে পরামর্শ দেওয়া হয়েছিল।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে ভোগড়া ও চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ রয়েছে। গাড়িতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে চলাচলকারী ঈদে ঘরমুখো যাত্রীদের। এদিকে, মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্যরা মোতায়েন রয়েছে।
শনিবার সকালে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল সড়কের চন্দ্রা মোড় এলাকায় যানবাহনের জটলা রয়েছে। তবে এখানে এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে টাক ও পিকআপভ্যানে চড়ে যেতে দেখা গেছে। যদিও পুলিশের পক্ষ থেকে ট্রাক-পিকআপে না যেতে পরামর্শ দেওয়া হয়েছিল।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে ভোগড়া ও চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ রয়েছে। গাড়িতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে চলাচলকারী ঈদে ঘরমুখো যাত্রীদের। এদিকে, মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্যরা মোতায়েন রয়েছে।