সিরাজগঞ্জে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৪ জন। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
রোববার (৭ এপ্রিল) রাত পৌনে ১২টার সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম রেহানা খাতুন (২২), সে লালমনিরহাট জেলার উতরসাপতা মাধুরীচর গ্রামের দেলবার হোসেনের মেয়ে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জেলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রিয়জনদের সাথে ঈদ করতে ঢাকা থেকে যাত্রী বোঝাই একটি পিকআপভ্যান রংপুরের দিকে যাচ্ছিল। ভ্যানটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় ১৪ জন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ও আহতদেরকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।
রোববার (৭ এপ্রিল) রাত পৌনে ১২টার সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম রেহানা খাতুন (২২), সে লালমনিরহাট জেলার উতরসাপতা মাধুরীচর গ্রামের দেলবার হোসেনের মেয়ে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জেলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রিয়জনদের সাথে ঈদ করতে ঢাকা থেকে যাত্রী বোঝাই একটি পিকআপভ্যান রংপুরের দিকে যাচ্ছিল। ভ্যানটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় ১৪ জন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ও আহতদেরকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।